আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

আটটি ট্রিক ফলো করলেই এসির খরচ প্রায় অর্ধেক

Published on: April 24, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

আটটি ট্রিক ফলো করলেই বিদ্যুতের খরচ প্রায় অর্ধেক হয়ে যাবে,বিদ্যুতের বিল সাশ্রয় হয়।

  1. এসির কম্প্রেসারের উপরে কম চাপ পড়লে বিদ্যুত কম পোড়ে।এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করুন এতে কুলিং-এর গতি বাড়বে ।ফলে এসি বা তার কম্প্রেসারের উপরে চাপ কম পড়ে।
  2.  এসি চালিয়ে ফের এসি বন্ধ করে দেওয়া। বারবার  অন বা অফ করবেন না এসি।এসি টানা চললে নির্দিষ্ট সময়ের পরে কম্প্রেসারটি বন্ধ হয়ে যায়। এসি অফ অন করলে বিদ্যুতের বিল বেড়ে যায় এক ধাক্কায় অনেকটাই।
  3. ৫ স্টার এসি ব্যবহার করুন সর্বদা।৩ স্টার এসি ব্যবহার করেন অনেকেই।একবার ৫ স্টার এসি কিনে নিলে প্রতি মাসে বড় অঙ্কের টাকা বিল দেওয়ার সমস্যা আর থাকেনা।
  4. এসির তাপমাত্রা  ২৫ রাখলে প্রায় ৩০ শতাংশ কমে যায় এসির খরচ।তাপমাত্রা নির্দিষ্ট রাখুন।এসির তাপমাত্রা যত কমবেবিদ্যুতের বিল বাড়বে ।
  5. এসির আউটডোর কোনও ভাবেই প্রখর রোদে রাখবেন না।প্রখর রোদে কম্প্রেসারকে বেশি সময় ধরে চলতে হয়। সেই কারণে বাড়ে বিদ্যুতের বিল।
  6.  এসি সার্ভিস করতে হবে নিয়ম করে।জমে থাকা ধুলো বালি গরম পড়ার সঙ্গে সঙ্গে মুক্ত করতে হবে।
  7.  দরজা জানলা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।মোটা সিল করে দিন দরজা জানলা এসি চলার সময়ে।
  8. টিভি, ফ্রিজ, কুলার সহ সমস্ত ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখুন ঘরে এসি চলার সময়ে,এতে বিদ্যুতের খরচ কম হবে।

Join Telegram

Join Now