প্রকাশ্যেই ঘোষণা – ”ও শুধু আমার।”
তবে আর কোনও লুকোচুরি হয়তো চাইছেন না সারা।
প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন সারা তেন্ডুলকর, ”ও শুধু আমার।”শুভমন বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন।বিশ্বকাপের উত্তেজনাকেও ছাপিয়ে গিয়েছে সারা-শুভমনের প্রেমের গুঞ্জন। সচিন-কন্যা সারা – ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা শুভমন গিল প্রেম সবটাই নাকি চলছিল আড়ালে-আবডালে।
রবিবার ফাইনাল টিম ইন্ডিয়া আমদাবাদে পৌঁছে গিয়েছে।নিজের খোলা চুলের ছবি দিলেন সারা ক্যাপশনে গিয়ে চোখ আটকে গেল সবার।সচিন-কন্যা লিখলেন, ”ও শুধু আমার।’ও’ ঠিক কাকে সম্বোধন করেছেন তা খোলসা করেননি সারা।ফাইনালের আগে প্রেমিক শুভমনকে উদ্বুদ্ধ করতেই এমন পোস্ট ?