তিনদিনেই ৩৪০ কোটি,স্বস্তি নির্মাতাদের

চার তারকাই রীতিমতো টেক্কা দিচ্ছেন একে অন্যকে।

২০২৩ সালটা অত্যন্ত পয়া ভারতীয় সিনেমার জন্য।পুজোর ছুটি বা ১৫ অগস্ট প্রতি বছরই ছবি মুক্তির ক্ষেত্রে পরিচালকের পছন্দের তালিকায় থাকে।সব রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৩ ।একই দিনে মুক্তি  গদর ২, ওএমজি ২,ব্যোমকেশ ও দুর্গরহস্য।

 

চলতি বছরে ১১ অগস্ট শুক্রবার থেকে রবিবারের মধ্যে সবকটি ছবি মিলিয়ে  বিপুল পরিমাণ ব্যবসা করেছে।গত ১০০ বছরে ভারতীয় সিনেমায় তা নাকি হয়নি।অক্ষয়, সানি দেওল, রজনীকান্ত এবং দেব চার তারকাই রীতিমতো টেক্কা দিচ্ছেন একে অন্যকে।ভারতীয় সিনেমার জন্য একটি অত্যন্ত শুভ ইঙ্গিত। তিনদিনে মোট ২কোটিরও বেশি মানুষ হলমুখী হয়েছেন।তিনদিনেই ব্যবসার অঙ্ক ছুঁয়েছে ৩৪০ কোটি টাকা।মানুষ আবার হলমুখী স্বস্তি দিচ্ছে নির্মাতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *