আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পঞ্চ প্রদীপ বিতরণ

Published on: November 3, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড তৃনমূল কংগ্রেস তৃনমূল যুব কংগ্রেসের উদ‍্যোগে বুধবার করোনা যোদ্ধা যেমন ডাক্তার ,নার্স ,সাফাইকর্মী, সাংবাদিক,পুলিশ কর্মী যারা সমাজকে বাচানোর তাগিদে আত্মবলিদান করেছিলেন তাদের স্মরনে তাদের উদ্দেশ‍্যেই পথচলতি মানুষদের পঞ্চ প্রদিপ বিতরন করা হলো ।

এদিন উদ‍্যোগতারা জানান যেভাবে করোনা সংক্রমন বেড়ে গেছে।তাতে মানুষ এখন অন্ধকারের মধ‍্যে জীবন যাপন করছে তাদের আলোর সমাজে ফিরিয়ে আনতে এই মাটির প্রদিপ বিতরন ।মোট ৫০০০মানুষকে এই প্রদিপ বিতরন করা হবে বলে জানান ।একেকজনকে ৫টি করে মাটির প্রদিপ দেওয়া হলো এদিন।

Join Telegram

Join Now