রক্তদান শিবির
কোভিড পরিস্থিতিতে রক্তের ভাড়ারে পড়েছে টান। সেই রক্তের ঘাটতি পূরণ করতে 19 তম সাঁওতালি ভাষা বিজয় দিবস উপলক্ষে বর্ধমান দু’নম্বর ব্লকে জাহের থান ট্রাস্ট এর সহযোগিতায় বাম ৭০ মাইল যুয়ীণ জুমিদ গাঁওতা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে বিশিষ্ট ডাক্তার বাবু ও গুণীজনদের সংবর্ধনা জানানো হয়।
পাশাপাশি সাঁওতালি পীরসী অলচিকি মিশন ২০২৫ (বিশেষ কর্মশালা) সাঁওতালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু ও বর্ধমান এস ডিও সাউথ কৃষ্ণেন্দু কুমার মন্ডল ও সমাজসেবী সেখ সামিন ও বিশিষ্ট মানুষজন রা এইদিন 50 জন ব্লাড ডোনেট করেন এই রক্ত একটি বেসরকারি ক্যামরি হাসপাতালে হাতে তুলে দেয়া হয় ।