আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পরিচিতের ডাকে বাড়ি থেকে বেরোতেই কোপ , ভয়ঙ্কর কান্ড

Published on: April 4, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পরিচিতের ডাক পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল যুবক। কিছুক্ষণ পর তার মাথায় কুড়ুল বিদ্ধ মৃতদেহ মিলল বাড়ি থেকে কিছুটা দূরে (Bangla News)। পূর্ব বর্ধমানের গলসিতে মাথায় কুড়ুল বিদ্ধ অবস্থায় যুবকের এই দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রাস্তার ধারেই কু্ড়ুল বিদ্ধ অবস্থায় পড়ে ছিলো যুবক (Bangla News)। পরিবারের লোক ও গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুরষা হাসপাতালে নিয়ে এলে চিকিত্‍সকরা মৃত ঘোষনা করে। মৃত যুবকের নাম উত্‍পল ঘোষ(২৮)। পূর্ব বর্ধমানের গলসি থানার সন্তোষপুর ঘোষপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ (Bangla News)।

পরিবার সূত্রে জানা গেছে,উত্‍পল এলাকার পুকুরে মাছ চাষ করতো। রবিবার রাতে গ্রামেরই এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেড়ুনোর কিছুক্ষণ পরেই মাথায় কুড়ুল বিদ্ধ অবস্থায় রাস্তার ধারে পরে থাকতে দেখা যায়। এরপরই পরিবারের লোকের ও গ্রামবাসীরা তাকে উদ্ধার করে গলসীর পুরষা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষনা করেন।

রামপুরহাটের পর রাজ্যে আবার খুনের ঘটনা ঘটায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতিকেই দায়ি করছে বিজেপি। এ রাজ্যে সাধারন মানুষের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন বিজেপির পূর্ব বর্ধমান জেলার সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র। তবে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস।তাঁর দাবি, বিজেপি পেট্রোল,ডিজেল গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে মুখ ঘোরাতেই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা বলছে।

খুনের সাথে ব্যবসায়িক শত্রুতা না এর পিছনে অন্য কোনও কারন আছে তা তদন্ত করে দেখছে গলসি থানার পুলিশ। বাড়ির লোকের সন্দেহ, এলাকার কেউ এই ঘটনায় জড়িত। তাদের বক্তব্য, বাড়িতেই ছিল উত্‍পল। এরপর কয়েক জন আলোচনার জন্য ডেকে নিয়ে যায়। আসতে দেরি হচ্ছে দেখে খোঁজ নিতে যাওয়া হয়। তখনই তার রক্তাক্ত দেহ মেলে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষনা করে।

Join Telegram

Join Now