বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল এক বাইক চালকের।

Published on: November 15, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের কুচুট পঞ্চায়েতের অন্তর্গত বসতপুর গ্রামে কালীমন্দির সন্নিকট অর্থাৎ বর্ধমান কানলা মেন রোডের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। বাইক টি কালনা দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল

উল্টোদিকে একটি ছোট ডিসেম গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সরেন বয়স আনুমানিক ১৬ বছর। আনুমানিক সময় বৈকাল চার ( 4)ঘটিকায়।এই বাইকটির মধ্যে চালকসহ মোট তিনজন ছিল বলে সূত্রের মারফত জানা যায়।

অপর দুজনকে স্থানীয় ব্যক্তিরা পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যান।মৃত সুরজিৎ সরেন কে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ এসে মেমারি থানায় নিয়ে যান

Join Telegram

Join Now