বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমানে টোটো চালকের সততার নজির

Published on: November 6, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান :- টোটো চালকের সততার নজির দেখা গেল শহর বর্ধমানে। আজ ভাই ফোঁটার দিন,আর ভাই ফোঁটা দিতে হুগলির ব্যান্ডেল থেকে নন্দিনী সাউ এর পরিবার বর্ধমানের উদ্যেশে আসেন। বর্ধমান স্টেশন থেকে নেমে টোটো ভাড়া করে বর্ধমান শহরে সিং দরজা এলাকায় নেমে পড়েন। টোটো চালক শেখ আতাউল ইসলাম তাঁর টোটো নিয়ে এগিয়ে যান,পরক্ষণে টোটো চালক দেখতে পান পেছনের সিটে একটি নামিদামি এন্ড্রয়েড মোবাইল রাখা রয়েছে।

কার্যতঃ সঙ্গে সঙ্গে টোটো চালক শেখ আতাউল ইসলাম মোবাইলটি থেকে রিসেন্ট কল থেকে ফোন করে জানিয়ে দেন মোবাইলটি তাঁর কাছে রয়েছে। টোটো চালকের ঠিকানা অনুযায়ী
মোবাইল পাওয়া খুশিতে নন্দিনী সাউ ও তাঁর মামা মনোজ সাউ বি,সি,রোড সি,এম,এস,হাই স্কুলের সামনে এসে তার প্রাপ্য মোবাইল টোটো চালক শেখ আতাউল ইসলাম নন্দিনীর সাউয়ের হাতে তুলে দেন,মোবাইল পেয়ে খুশি নন্দিনী সাউ।

Join Telegram

Join Now