বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মৃত কিশোর কে দিয়ে মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে দিলো কিশোরির

Published on: May 30, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান লক্ষিপুর মাঠ কাঁটা পুকুর এলাকার বাসিন্দা সেখ মান্না পেশায় দিন মজুর এর সঙ্গে প্রায় মাস কয়েক আগে প্রেম ভালোবাসা হয় কেষ্টপুর বাগান বাড়ি এলাকার বছর ১৫র এক কিশোরীর সঙ্গে।গত দিন কয়েক আগে মান্নানের বাড়ী লোকজন নাবালিকার বাড়ী যায় বিয়ের প্রস্তাব নিয়ে। নাবালিকা অপ্রাপ্ত থাকায় বিয়ের জন্য সময় চান নাবালিকার বাড়ীর লোকজন। এর মধ্যে বহুবার নাবালিকাকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় সেখ মান্না বলে জানায় নাবালিকা। মান্নানের প্রস্তাবে রাজি না হওয়ায় গত কাল ঘরের সিলিং ফ্যানে গলায় কাপড় জড়িয়ে আত্মহত্যা করে। আজ মৃত দেহ ঘরে এনে নাবালিকা এবং তার মাকে মারতে মারতে কাঁটাপুকুর এলাকায় মান্নানের বাড়ীতে নিয়ে আসে। সেখানে বাড়ীর আত্মীয় স্বজন মৃত মান্নানের পায়ে সিঁদুর লাগিয়ে নাবালিকার মাথায় পড়িয়ে দেয়। ।ঘটনাটি ঘটেছে বর্ধমান লক্ষিপুর মাঠ কাঁটা পুকুর এলাকায়।

https://www.youtube.com/watch?v=bIWAwZdvsUE

Join Telegram

Join Now