বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মিষ্টি বিক্রি শুরু করলেন মন্ত্রী

Published on: April 24, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
 রিতা ভট্টাচার্য্য :কালনা -মন্ত্রী স্বপন দেবনাথ লকডাউনের সময়  সাধারণ মানুষের পাশে সবসময়ের জন্য রয়েছেন।সবসময় তিনি করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।নিজের জীবন কে বাজী রেখে প্রতিনিয়ত মানুষের পশে থাকার চেষ্টা করে চলেছেন। 

লক ডাউনের জন্য মিষ্টির দোকান 12 টা থেকে 4 টা ,পরে ৮টা  থেকে ৪টা এবং বর্তমানে ৮টা  থেকে ১২টা অবধি খোলা। ছানা ব্যাবসায়ী, এবং মিষ্টির কারিগররা ঠিক মতন রোজগার করতে পারছেনা। ছানা ব্যাবসায়ীদের ছানা নষ্ট হয়ে যাচ্ছে।  তাই তাঁদের কথা ভেবে মন্ত্রী বলেন তোমরা মিষ্টি বানাও বিক্রি করার দায়িত্ব আমার।

তিনি প্রথম মিষ্টি বিক্রি করেন Sdo র কাছে। মিষ্টি বিক্রি করে যেটা লাভ হবে কারিগরদের 300 টাকা করে দেবেন ও বাকিটা অনাথ আশ্রমের বাচ্চা দের জন্য দেবেন। মন্ত্রী মিষ্টি বিক্রি করাতে স্বস্তির নিঃস্বাস ছানা ও মিষ্টি বানানো কারিগর দের। পাশাপাশি এই কঠিন সময়ে অনাথ আশ্রমের বাচ্ছাদের যে খরচ তারও কিছুটা লাঘব হবে বলে মনে করছেন অনেকে।  

Join Telegram

Join Now