বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

‘বাজারে, হাটে, চায়ের দোকানে বিজেপির লোকজনকে দেখলেই ঘিরে ধরুন

Published on: April 8, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

তৃণমূলের নেতারা বহুবার অভিযোগ এনেছেন কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক সুবিধা থেকে বাংলা বারবারই বঞ্চিত । কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনকে আরোও শক্তিশালী করে তুলতে কোমর বেঁধে নামছে ঘাসফুল শিবির। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে অভিষেক সাফ জানান, যারা যারা ১০০ দিনের কাজে টাকা পান নি, তারা এক কোটি মানুষের সই সংগ্রহ করে এক মাস পর ৫০ হাজার মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি অভিযান করবেন।‘বাজারে, হাটে, চায়ের দোকানে বিজেপির লোকজনকে দেখলেই ঘিরে ধরুন।’

লোকজনকে ঘিরে ধরে কী করতে হবে সেকথাও সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।‘ওদের ঘিরে ধরে হাত জোড় করে বলুন, তোমাদের নেতাদের বলো ১০০ দিনের কাজের টাকা দিতে। কেন বাংলার মানুষকে ভাতে মারছ? দেখুন কী হয়!’ওরা যে ভাষা বোঝে এবার সেই ভাষাতেই ওদের বোঝাতে হবে বললেন অভিষেক।

এই বক্তব্যকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।শমীক ভট্টাচার্য বলেন হাটে বাজারে তৃণমূল দেখলেই লোকে চোর চোর বলছে। ওরাই ঘেরাও হয়ে রয়েছে। তারা আবার কী ঘেরাও করবে?’‘অভিষেক এ ভাবে দলকে তাতাতে চাইছেন।

Join Telegram

Join Now