বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গত বছরের তুলনায় বিক্রি বাড়ল ৩৫ শতাংশ

Published on: March 10, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

রং-এর উত্‍সবে গত বছরের তুলনায় বিক্রি বাড়ল ৩৫ শতাংশ। ঢেলে বিক্রি মদ। দু’দিনে রাজ্যে রেকর্ড পরিমাণ বেড়েছে মদের বিক্রি।গত বছরও এই বিক্রির অংকটা ছিল ২০০ কোটি টাকা।এই বছর হোলি ও দোলে মদের বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ।গত দু’বছর করোনার কারণে দোল ও হোলির ক্ষেত্রেও ছিল নানা নিষেধাজ্ঞা।এবার বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছিল রা্যবাসী।একাধিক অ্যাপার্টমেন্ট ও বাড়িতে হোলির দিনে পার্টির আয়োজন করা হয়েছিল।

এবছর কোনও রকমের নিষেধাজ্ঞা না থাকায় উপচে পড়া ভিড় দেখা যায় মদের দোকানগুলিতে। দোলের দিন মঙ্গলবার ব্ল্যাক ডে হওয়ায় বন্ধ ছিল সমস্ত মদের দোকান। সেই কারণে সোমবার সকাল থেকেই মদের দোকান ভিড় দেখা যায়। হোলি ও দোল দু’দিনই রাজ্যে ঢেলে বিক্রি হয় মদ। দোলের দিন দোকান বন্ধ থাকায় ক্রেতারা সোমবার সকাল থেকেই মদ কিনেছিল। জানা যাচ্ছে মোট বিক্রির প্রায় ৫০ শতাংশই ছিল বিয়ার। তারপরে সবচেইয়ে বেশি বিক্রি হয়েছে ভদকা। তবে এবার ভাটা পড়েছে বার, লাউঞ্জ এবং নাইটক্লাবগুলির মদ বিক্রিতে।

Join Telegram

Join Now