বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ফের ভবিষ্যত বানী করলেন শুভেন্দু অধিকারী

Published on: December 14, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

DA দিতেই হবে ডিসেম্বর না হলে জানুয়ারি তে দিতে হবে  আর যদি 2015 সাল থেকে বকেয়া DA দিতে হয় তাহলে চৌদ্দ তলা থেকে গঙ্গায় ঝাঁপ দিতে হবে ডেডলাইন নয় । আমি বলতে চেয়েছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ও প্রশাসনিক ক্ষেত্রে তিনটি দিন গুরুত্বপূর্ণ।বারো তারিখ তৃনমূলের একজন সাংসদ ইডি র বিরুদ্ধে মামলা করেছেন  সেই মামলার শুনানি ছিলো

 

চৌদ্দ তারিখ DA মামলার শুনানি ছিলো  বছরের শেষ মাসটা আনন্দে কাটান , দুবাই যান কিন্তু বছরের প্রথমটা ভালো কাটবে না।ফের ভবিষ্যত বানী করলেন শুভেন্দু অধিকারী।লালন শেখের স্ত্রী যে FIR টা করেছেন তা রানা সিংহ রায় ও মলয় মুখার্জি,দুই তৃনমূল নেতার লিখে দেওয়া । তাদেরকে এই নির্দেশ দিয়েছেন ববি।ববিকে নির্দেশ দিয়েছেন পিসিমা।আমি তথ্য নিয়ে একথা বলছি।

 

আসানসোলে ঝটিকা সফরে এসে এই বিস্ফোরক দাবী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন – এরাজ্যে কেন্দ্রীয় তদন্ত কারি সংস্থা যতগুলি মামলার তদন্ত করছে তা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত।যেভাবে হেফাজতে মৃত্যু কে কেন্দ্র করে তৃনমূল রাজনীতি করছে , ভয় দেখাচ্ছে তা বিচারব্যবস্থার পক্ষে বিপজ্জনক বলে অভিহিত করেন তিনি।

Join Telegram

Join Now