সৌজন্যে :ইন্টারনেট –হাসপাতালের বাইরে বাজছে পুলিশ ব্যান্ড,এলাকার বাসিন্দারা রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে ফুল ছুড়ছেন,হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন।এহেন সম্বর্ধনা দেওয়া হল করোনা ভাইরাসকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মানুষগুলোকে।হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে এমনই ছবি দেখা গেলো।করোনা আতঙ্কের মধ্যেই একসঙ্গে ৩৬ জন করোনা মুক্ত হয়ে এই হাসপাতাল থেকে ছাড়া পেলেন। হাসপাতালের বাইরে রাস্তার দুইপাশে প্রচুর মানুষ পুস্প বৃষ্টি করে হাততালি দিয়ে করোনা যোদ্ধাদের অভিনন্দন জানালেন।
পচিশে বৈশাখ,শুভদিনে একসঙ্গে ৩৬ জন ছাড়া পাওয়ায় এলাকাবাসীরা রবীন্দ্র সঙ্গীত গাইলেন সমবেত কন্ঠে।উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার সৌম্য রায়, বিধায়ক পুলক রায়, ইদ্রিস আলি, উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা, হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র সহ অন্যানোরা।৭৬ বছরের বৃদ্ধা সহ ১ বছরের খুদেও এই ৩৬ জনের মধ্যে ছিলেন বলে জানা যায়।দীর্ঘদিন ধরে করোনা আতঙ্কে ভোগা হাওড়ার সঞ্জীবন হাসপাতালে শুক্রবার সন্ধ্যার চিত্রটা ছিল অনেকটাই খোলামেলা।