নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক বিরের মত
৫ পাতার প্রশ্নপত্র ৫ জন সিবিআই আধিকারিক জেরা করেছেন অভিষেককে

সকাল ১০টা ৫৮ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন।প্রায় ৭ ঘণ্টা ধরে জেরা চলেছে।প্রায় ২ ঘণ্টা কেটে গেল অবশেষে বেরোলেন যুবরাজ। মোট ২ দফায় তাঁকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।অবশেষে সন্ধ্যা ৮ টা ৩৮ নাগাদ বেরোলেন তিনি। তাঁর বয়ান রেকর্ড করার পরে তা লেখা হয়েছে।সই করেছেন অভিষেক।রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে। তিনি নিজাম প্যালেসে ছিলেন প্রায় সাড়ে ৯ ঘণ্টা।
সিবিআইকে চিঠি দিয়েছিলেন অভিষেক হাজিরা দেওয়ার আগেই।সমস্ত রকমের সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন তিনি।সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেকের আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে।সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা। ৫ পাতার প্রশ্নপত্র ৫ জন সিবিআই আধিকারিক জেরা করেছেন অভিষেককে।
নবজোয়ার যাত্রার ছবি বিজেপির হজম হচ্ছে না। সেই কারণে এই ৬০ দিনের কর্মসূচিকে কীভাবে আটকানো যায়, তাই আমাকে ডেকে পাঠিয়েছে।মানুষ এখন ধরে ফেলেছে রাজনৈতিক চক্রান্তগুলো।আমি বাঁকুড়ায় যখন আমাকে নোটিশ দেওয়া হয়,তখনই আমি জানিয়েছিলাম আমাকে ডাকলে আমি যাব।সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলেছে। আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি।
অভিষেক বলেন, “তদন্তকারীদের সঙ্গে কথা হয়েছে, সেটা আমি তদন্তের স্বার্থে সামনে আনব না।তিনি বলেন যে বিজেপি করছে, তার জন্য অন্য আইন। আমি যদি বিজেপি করতাম তাহলে ধোয়া তুলসী পাতা হয়ে যেতাম।”শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, ‘নবজোয়ার’ কর্মসূচি বন্ধ করতেই অভিষেককে নোটিস পাঠানো হয়েছে। শনিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”কুন্তলের চিঠির প্রেক্ষিতে যদি অভিষেককে ডাকা হয়। তা হলে সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে কেন তলব করা হবে না।