আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে বসে সিনেমা দেখতে চাই-পরিচালক সুদীপ্ত সেন

Published on: May 19, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

বড় জয় ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story)। পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা ছবিটি আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।দ্য কেরালা স্টোরি দেখতে বাংলায় আর কোনো বাধাই রইল না।ছবির পরিচালক সুদীপ্ত সেন উচ্ছ্বসিত।বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাঁর সঙ্গে বসেও ছবিটি দেখতে পারেন তিনি।

মুখ্যমন্ত্রী দ্য কেরালা স্টোরি মুক্তি পাওয়ার কয়েকদিন পরেই ঘোষণা করেন,রাজ্যের কোনো প্রেক্ষাগৃহেই দেখানো হবে না এই ছবি।আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, আশঙ্কা করেই ছবিটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল।ছবির পরিচালক, প্রযোজক এমনকি মুখ্য অভিনেত্রী আদা শর্মাও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছিলেন।পরিচালক সুদীপ্ত সেন আদালতে যাওয়ার কথা আগেই বলেছিলেন ।

সরকারের উত্তরে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত।ডিওয়াই চন্দ্রচূড়ের(প্রধান বিচারপতি)ডিভিশন বেঞ্চ রায় দেয় পশ্চিমবঙ্গে চলবে দ্য কেরালা স্টোরি।আদালতের তরফে বলা হয়,আদালতে যেসব তথ্য পেশ করা হয়েছে সেসব খতিয়ে দেখে এই সিদ্ধান্তে আসা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে কেরালা স্টোরির উপরে নিষেধাজ্ঞা জারি করার বিষয়টা যুক্তিসম্মত নয়।স্থগিতাদেশ জারি করা হল রাজ্য সরকারের নির্দেশের উপরে।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো কোনো হলেই দেখানো হচ্ছে না দ্য কেরালা স্টোরি। প্রত্যেকটা দৃশ্য আলাদা আলাদা করে পরীক্ষা করার পরেই সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে, শহরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিচালক সুদীপ্ত সেন বললেন। ছবির প্রযোজক বলেন ইতিমধ্যেই হুমকি পেতে শুরু করেছেন যাতে ছবিটি না দেখানো হয়। হল মালিকরাও হুমকি পাচ্ছেন। যদি ছবিটি রাজ্যে দেখানো না হয় তাহলে আবারও তাঁরা কোর্টে যাবেন বলে জানান প্রযোজক।

Join Telegram

Join Now