শিয়ালদা পেল মাত্র ২৭ কোটি টাকা
শিয়ালদা দেশের অন্যতম ব্যস্ত স্টেশন ।
একাধিক স্টেশনের খোলচেনলচে বদলে ফেলা হচ্ছে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় ।বর্ধমান, আসানসোল, মালদা,শিয়ালদার মতো স্টেশন আছে।মোট ১,১৮৭ কোটি টাকা খরচ পড়বে ২৮টি স্টেশনের জন্য।স্টেশন ঢেলে সাজানোর জন্য রেলের তথ্য অনুযায়ী আসানসোলের জন্য বরাদ্দ ৪৩১ কোটি টাকা।বর্ধমানের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৪ কোটি টাকা।
শিয়ালদা পেল মাত্র ২৭ কোটি টাকা।যা নিয়ে প্রশ্ন উঠেছে।২৮টি স্টেশনের জন্য মোট ১,১৮৭ কোটি টাকা খরচ পড়বে। শিয়ালদা দেশের অন্যতম ব্যস্ত স্টেশন ।মালদা টাউন পাচ্ছে ৪৩ কোটি টাকা।আসানসোল, বর্ধমান, মালদা টাউনের থেকে নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ স্টেশন হল শিয়ালদা। ৫০,০০০ মানুষ শিয়ালদা স্টেশন ব্যবহার করেন।‘মাত্র’ ২৭ কোটি টাকা আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে।