আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

শাশুরির শরীরে এসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে

Published on: July 31, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 কৃষ্ণসাহা :খণ্ডঘোষ –পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খুদকুড়ি গ্রামে বাসিন্দা 60 বছর বয়সী তিলোত্তমা সিংহ এর শরীরে এসিড ঢেলে দেয় নিজের পুত্রবধূ রানু হাজরা বলে অভিযোগ। জানা যায় এ দিন সকালে অচিন্ত্য সিংহ ও রানু হাজরা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় সেই সময়ে অচিন্ত্য সিংহের মা তিলোত্তমা সিংহ বাধা দিতে এলে বৌমা রানু হাজরা বাড়ি থেকে ছুটে বেরিয়ে গিয়ে একটি এসিডের সিসি এনে শাশুড়ি তিলোত্তমা সিংহের শরীরের উপর এসিড দিয়ে দেয় বলে অভিযোগ করেন তিলোত্তমা সিংহের পুত্র।


অভিযুক্ত রানু হাজরা স্বামী অচিন্ত্য সিংহ বলেন বেশ কিছুদিন ধরে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই রয়েছে আজ সকালেও ঝামেলা হয় সেই সময় আমার মা আমাদেরকে বাধা দিতে এলে আমার নিজের স্ত্রী আমার মায়ের উপর এসিড ঢেলে দেয়, খন্ডঘোস থানায় খবর দিলে খণ্ডঘোষ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত বউমাকে আটক করে নিয়ে আসেন খন্ডঘোস থানায়। পাশাপাশি আহত শাশুড়ি মা তিলোত্তমা সিংহকে চিকিৎসার জন্য খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন

Join Telegram

Join Now