বর্ধমানে ভারতসেবাশ্রম সংঘের মহারাজ COVID -১৯ আক্রান্ত বলে স্থানীয় সূত্রে খবর
কিন্তু সূত্রের খবর বাইরে থেকে কোনো মহারাজ এখানে আসেনি। যারা বলছেন তারা মিথ্যা প্রচার করছেন বলে অভিযোগ ।অন্যদিকে বিশ্বসত সূত্রে খবর
মহারাজ প্রায় ভাতার ,কলকাতা সহ বেশ কিছু জায়গা যাতায়াত করতেন। গত ৩/৪ দিন আগে কলকাতা থেকে ফিরে ভারত সেবাশ্রম এর মধ্যে ডাক্তার কে জানান যে ২-৩ দিন ধরে জ্বর রয়েছে।সোমনাথ মহারাজ নিজের ইচ্ছায় ডাক্তার বাবুকে বলে লিখিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্ট করান বলে জানা যায় ।
আজ রিপোর্ট পজেটিভ আসতে সোমনাথ মহারাজ কে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি আশ্রম পুরো সিল করে দেওয়া হয়। ভিতরে যারা মহারাজ বা স্টাফরা আছেন তাদের আপাতত ১৪ দিন আশ্রম এ কোয়ারেন্টাইন এ থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলে সূত্রের খবর।
রিপোর্ট পজেটিভ আসতেই এলাকা বাসীরা আতঙ্কিত হয়ে পরে। প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়।