আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বর্ধমানে দুঃসাহসিক চুরি

Published on: November 23, 2021
---Advertisement---

পূর্ব বর্ধমান :- সরকারি রেলওয়ে স্টাফের বাড়ি থেকে দুঃসাহসিক চুরি,ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের এগ্রিকালচার এলাকার গোসাই পাড়ায়।
উলেখ্য রেলওয়ে কর্মরত উপেন্দ্র যাদব হাওড়া ডিভিশনের হাওড়ায় নাইট ডিউটি ছিলো।
উপেন্দ্র যাদব আজ ডিউটি করে বাড়ির দরজার সামনে আসতেই দেখেন মেইন গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে, বাড়ির ভেতরে ঢুকতেই দেখেন আসবাবপত্র সহ ঠাকুর বাড়ির সমস্ত জিনিস পত্র তছনছ অবস্থায় রয়েছে।

তারপর দেখেন আলমারি ও শোকেসে ভেঙে দুটি সোনার আংটি রুপোর কয়েন এবং কুড়ি হাজার টাকা চুরি গেছে। কার্যতঃ এই চুরির ঘটনায় এগ্রিকালচার ফার্ম এলাকার গোসাই পাড়ার এলাকাবাসী এখন আতঙ্কিত।
বর্ধমান থানায় অভিযোগ করা হলে ঘটস্থল পরিদর্শন করে যান পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment