বর্ধমানে দুঃসাহসিক চুরি
পূর্ব বর্ধমান :- সরকারি রেলওয়ে স্টাফের বাড়ি থেকে দুঃসাহসিক চুরি,ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের এগ্রিকালচার এলাকার গোসাই পাড়ায়।
উলেখ্য রেলওয়ে কর্মরত উপেন্দ্র যাদব হাওড়া ডিভিশনের হাওড়ায় নাইট ডিউটি ছিলো।
উপেন্দ্র যাদব আজ ডিউটি করে বাড়ির দরজার সামনে আসতেই দেখেন মেইন গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে, বাড়ির ভেতরে ঢুকতেই দেখেন আসবাবপত্র সহ ঠাকুর বাড়ির সমস্ত জিনিস পত্র তছনছ অবস্থায় রয়েছে।
তারপর দেখেন আলমারি ও শোকেসে ভেঙে দুটি সোনার আংটি রুপোর কয়েন এবং কুড়ি হাজার টাকা চুরি গেছে। কার্যতঃ এই চুরির ঘটনায় এগ্রিকালচার ফার্ম এলাকার গোসাই পাড়ার এলাকাবাসী এখন আতঙ্কিত।
বর্ধমান থানায় অভিযোগ করা হলে ঘটস্থল পরিদর্শন করে যান পুলিশ।