আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সামাজিক দায়িত্ববোধের নজির গড়ল ট্রাফিক পুলিশ কর্মী

Published on: January 16, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

সামাজিক দায়িত্ববোধের নজির গড়ল ট্রাফিক পুলিশ কর্মী। দুর্ঘটনা এড়াতে রাস্তায় নজরদারিই নয়, এবার রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন ট্রাফিক পুলিশ কর্মী (East Bardhaman News)। পূর্ব বর্ধমান জেলার তেলিপুকুর রোড মেরামত করতে উদ্যোগী হলেন ট্রাফিক পুলিশ রঞ্জিত ঘোষ।বালি, ইট দিয়ে অস্থায়ী ভাবে রাস্তা মেরামত করার ব্যাবস্থা করলেন তিনি। রঞ্জিত বাবুর সঙ্গে কাজে হাত মেলালেন অন্যান্য ট্রাফিক পুলিশ আধিকারিকরা।

বর্ধমানের অন্যতম ব্যস্ততম এলাকা এই তেলিপুকুর মোড় (East Bardhaman News)। দক্ষিণ দামোদর এলাকার সঙ্গে বর্ধমান শহরের যোগাযোগ পথ হল এই তেলি পুকুর মোড়। নিত্যদিন শয়ে শয়ে যানবাহন যাতায়াত করে এই এলাকা থেকেই। একাধিক এলাকার যোগাযোগ মাধ্যম তেলিপুকুর মোড়ে, রাস্তার উপর তৈরি হয়েছিল খানাখন্দ। বৃষ্টির জেরে ভরে গিয়েছিল রাস্তার উপর তৈরি হওয়া গর্ত। বড়সড় দুর্ঘটনা হতে পারে আশঙ্কা করে, রাস্তা অস্থায়ী ভাবে ঠিক করার উদ্যোগী হলেন ট্রাফিক পুলিশ রঞ্জিতবাবু।

রাস্তায় তৈরি হওয়া গর্তের উপর ফেললেন বালি, ইট। যদিও অন্যান্য ট্রাফিক পুলিশ আধিকারিকরা ছিলেন তাঁর সঙ্গে। ট্রাফিক পুলিশ রঞ্জিত ঘোষ বলেন, “বৃষ্টির জেরে গর্ত হয়ে গিয়েছিল রাস্তায়। সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। দুর্ঘটনা ঘটার পাশাপাশি রোড জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তাই আপাতত গর্তগুলি ভরাট করে দেওয়া হল”। (East Bardhaman News)

ট্রাফিক পুলিশের এরকম সামাজিক উদ্যোগ প্রথম বার নয়। বারংবার ট্রাফিক পুলিশের নানারকম উদ্যোগ নজির গড়েছে। যেমন করোনাকালে গান গেয়ে সমাজকে সচেতনতামূলক বার্তা দিয়েছে ট্রাফিক পুলিশ আধিকারিকরা, তেমনই প্রতিনিয়ত সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন বার্তা দিচ্ছেন তাঁরা।

Join Telegram

Join Now