স্কুটনির জন্য জেলাশাসক দপ্তরে হাজির হন 35 টি ওয়ার্ডের বিভিন্ন দলের প্রার্থীরা
প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নমিনেশন জমা দেয়া হলো তারপরে স্কুটনি বৃহস্পতিবার জেলাশাসক দপ্তরে, হাজির হন 35 টি ওয়ার্ডের বিভিন্ন দলের প্রার্থীরা, জেলাশাসক দপ্তরের সামনে একটু অন্যরকম নজির দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী দের মধ্যে, একসাথে বসে একে অপরের সাথে কথাবার্তা এবং ইয়ার্কি ঠাট্টা করতে দেখাযায়, আর কর্মীদের মধ্যে দেখা যায় নেতাদের জন্য নিজেদের মধ্যে রাজনৈতিক হিংসা,
তাই বেশ কিছু দলের নিচের স্তরে কর্মীরা একসাথে সমস্ত দলের প্রার্থীদের দেখে খুবই আনন্দ পেলেন এবং তারা জানালেন এই নজির হওয়া উচিত নিচুস্তরের , ভোট মিটলেই রাজনৈতিক হিংসা আরো বেড়ে যায় তাই আজ বার্তা দিতে চাইছেন সমস্ত নেতারাও এবং কর্মীরা যাতে ভোট-পরবর্তী হিংসা না বারে,
সবাই সবার সাথে মিলেমিশে থাকে এবং হারজিত কোন সংগঠন এই হতে পারে তার মানে মারপিট ঝগড়া ঝাটি অশান্তি নয়, এমনি দৃশ্য দেখা গেল জেলাশাসক দপ্তরের সামনে, একসাথে বসে রয়েছে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস, এস ইউ সি আই, অন্যান্য সংগঠনের মানুষজন