মহিলার স্নানের দৃশ্য ভিডিও তোলার প্রতিবাদ করায় মহিলাকে বেধরক মারধর
ইউনিভার্সিটিতে পড়া তার মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদ করায় তাদের ওপর চড়াও হয় বেশ কয়েকজন যুবক।
মহিলার স্নানের দৃশ্য ভিডিও তোলার প্রতিবাদ করায় মহিলাকে বেধরক মারধর। কয়েকজন যুবকের বিরুদ্ধে মহিলাকে প্রকাশ্য রাস্তায় চ্যালা কাঠ দিয়ে মারধোরের অভিযোগ।
ঘটনা উলুবেড়িয়া থানার গঙ্গারামপুরে। এক মহিলার অভিযোগ তাদের এক প্রতিবেশী বাড়ির পুকুরে মেয়েদের স্নানের দৃশ্য গোপনে ভিডিও ছবি তোলে এবং বিভিন্ন কথোপকথন রেকর্ডিং করে। পাশাপাশি ইউনিভার্সিটিতে পড়া তার মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদ করায় তাদের ওপর চড়াও হয় বেশ কয়েকজন যুবক। পাশাপাশি এই ঘটনা যখন ওই মহিলা উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করতে যান সেই সময় এই যুবকরা ওটি রোডের ওপর প্রকাশ্য রাস্তায় সকলের সামনে তাকে চেলাকাঠ দিয়ে বেধড়ক মারধর করে।
আরও পড়ুন – কৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম। Krishak Bandhu Status Check West Bengal 2023
যখন ওই মহিলার উপর আক্রমণ হয় তখন পথ চলতি মানুষ কেউই ওই মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেননি। এই ঘটনায় মহিলা গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি। তার শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে বলেও তিনি জানান। ঘটনায় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।