গাড়ি আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের

একটি বসতবাড়ি প্রায় ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে

গ্যাসের পাইপ লাইনের গাড়ি আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার খেতিয়া গ্রাম পঞ্চায়েতের দেওয়ানদিঘী থানার অন্তর্গত মালকিতা গ্রামে। গ্রামবাসীদের দাবি, কোম্পানির পক্ষ থেকে ওই এলাকায় গ্যাসের পাইপলাইন ঢোকানোর কাজ চলছিল। সেই অবস্থায় জনসাধারণের জন্য মাটি খোড়ার ফলে চলাচলের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে পাইপ ঢোকানোর কারণে।পাইপ ঢোকানোর কারণে একটি বসতবাড়ি প্রায় ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে।

এছাড়াও চাষীদের জমির উপর দিয়ে বড় গাড়ি এবং পাইপ নিয়ে যাওয়ার কারণে জমির অবস্থা খুবই খারাপ। গেল কোম্পানি পক্ষ থেকে বলা হয়েছিল জমিকে সমান করে দেবে কিন্তু এখনো তা করেনি। তাই গ্রামবাসীদের দাবি অবিলম্বে যে রাস্তাটি ক্ষতি হয়েছে পাইপ নিয়ে যাওয়ার কারণে সেই রাস্তাটি দ্রুত মেরামত করতে হবে।যে বসত বাড়িটির ক্ষতি হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং চাষীদের জমির উপর দিয়ে পাইপ নিয়ে যাওয়ার কারণে জমির বেহাল অবস্থা হয়েছে তাই জমিকে সম্পূর্ণ সমান করতে হবে।

এই সমস্ত দাবি নিয়ে গেল কোম্পানির পাইপ গুলিকে আটকে রাখে দীর্ঘক্ষণ গ্রামবাসীরা। পরে দেওয়ানদিঘী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। গ্রামবাসীদের দাবি যদি মানা না হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন এবং পরবর্তীকালে আইনি পথেও তারা যাবেন বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *