বর্ধমানে বাজার ও দোকান গুলির জন্য নতুন বিধিনিষেধ জারি হলো

১) উল্লাস থেকে নবাবহাটের দিকে বাম দিকের দোকান সোম , বুধ ও শুক্রবার বন্ধ থাকবে ।
২) উল্লাস থেকে নবাবহাটের দিকে ডান দিকের দোকান মঙ্গল , বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে।
৩) কার্জনগেট থেকে উত্তর ফটকের রাস্তায় বাম দিকের দোকান সোম , বুধ ও শুক্রবার বন্ধ থাকবে ।
৪) কার্জনগেট থেকে উত্তর ফটকের রাস্তায় ডান দিকের দোকান মঙ্গল , বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে ।
৫) বি সি রোড থেকে হাসপাতাল ( R.B. Ghosh Road ) বাম দিকের দোকান সোম , বুধ ও শুক্রবার বন্ধ থাকবে ।
৬) সি রোড থেকে হাসপাতাল ( R.B. Ghosh Road ) ডান দিকের দোকান মঙ্গল , বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে ।
৭) স্টেশন থেকে রানীগঞ্জ বাজার মোড় রাস্তার বাম দিকের দোকান সোম , বুধ ও শুক্রবার বন্ধ থাকবে ।
৮) স্টেশন থেকে রানীগঞ্জ বাজার মোড় রাস্তার ডান দিকের দোকান মঙ্গল , বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে ।
৯) কোর্ট কম্পাউন্ড , D.M. অফিস ও S.P. অফিসের কাছে সব দোকান মঙ্গল , বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে ।
১০) সুপারমার্কেট গুলিতে রবিবার বাদে জোড় ও বিজোড় পদ্ধতিতে দোকান খোলা থাকবে ।
১১) সমস্ত রাস্তার ধারের দোকান ও সুপারমার্কেট রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে ।
১২) মাছ , মাংস , সবজি , মিষ্টির দোকান সোমবার ( ১০-০১-২০২২ ) সম্পূর্ণ বন্ধ থাকবে ।