বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন নিবেদিত হলিরক স্কুল আনন্দবার্তা শারদ সম্মান ২০২২

বিগত বছরের মত এ বছরেও আর্থিক পুরস্কার থাকছে। সবমিলিয়ে 15 টি পুরস্কার থাকবে বিভিন্ন বিভাগে।তার মধ্যে আর্থিক পুরস্কারও থাকছে ।

বর্ধমান রেনেসা টাউনশিপে এই প্রথমবার বর্ধমানে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন নিবেদনে হলিরক স্কুল আনন্দবার্তা শারদ সম্মান ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে। বিগত 13 বছর ধরে যেভাবে আমরা বর্ধমান সহ বাংলা জুড়ে এই পরিক্রমা কাজ করে এসেছি এবং পুজো কমিটিগুলোকে উৎসাহিত করতে যে উদ্যোগ গ্রহণ করেছি এবারও তা ব্যতিক্রম নয়। তবে এ বছর আমরা শুধুমাত্র বর্ধমান শহর ও বোরশুলের পুজো গুলির মধ্যে এই প্রতিযোগিতা করছি। আমাদের ওয়েবসাইটে এর ফর্ম দেওয়া রয়েছে। অনলাইনে যে সমস্ত পুজো কমিটিরা এই ফর্ম ফিলাপ করবেন তারাই শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

পুজোর বাজেট মিনিমাম 4 লক্ষ টাকা হলে তবেই তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বিগত বছরের মত এ বছরেও আর্থিক পুরস্কার থাকছে। সবমিলিয়ে 15 টি পুরস্কার থাকবে বিভিন্ন বিভাগে।তার মধ্যে আর্থিক পুরস্কারও থাকছে ।বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এর নিবেদনে এবং হলি রক স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে এবারের শারদ সম্মান ২০২২।

প্রত্যেকটি পুজো মণ্ডপে অনিরুদ্ধ সাক্সেনা স্মৃতি স্মারক তুলে দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে । অনিরুদ্ধ সাকসেনা মহাশয় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমাদের এই শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার তুলে দিতেন পুজো কমিটি গুলিকে।গত বছর আমরা উনাকে হারিয়েছি।তাই মহান এই মানুষটির স্মৃতির উদ্দেশ্যেই আমরা স্মারক তুলেদি পুজো কমিটি গুলিকে। এবারও তার ব্যতিক্রম হবে না।

আমাদের সঙ্গে অন্যান্য বছরের মত এ বছরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডক্টর আবির গুহ(ABG প্যাথস স্ক‍্যান সেন্টার) তিনিও আমাদের সঙ্গে এই পুজো পরিক্রমায় থাকবেন। তবে আমাদের বিচারক মন্ডলী সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান নজর কেড়েছে বর্ধমান শহরে। যা অনেকেই আমাদের মতন করে করার চেষ্টা করেছেন । আনন্দ বার্তা মানেই নতুনত্বের ছোঁয়া নতুন কিছু করার চেষ্টা, তাই এবারও থাকছে নতুন চমক। তবে সেই নতুন চমক কি সেটা আপনারা দেখতে পাবেন,অবশ্যই পুজো কমিটি গুলো দেখতে পাবেন। পূজো পরিক্রমার দিন এবং পুরস্কার বিতরণের দিন দেখতে পাবেন বা জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *