সঞ্জয় দত্তের প্রেমিকার সংখ্যা ৩০০
আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে বাধো বাধো ঠেকবে
‘বড়লোক বাবার বখে যাওয়া সন্তান’, সঞ্জয় দত্তের জন্য এ উপাধি একেবারে আদর্শ।অনেক কম বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন সুনীল দত্তের ছেলে। বৈচিত্রে ঠাসা,অভিনয় জীবনে উত্থান পতন ছিল তাঁর ব্যক্তিগত জীবন।‘কুল সুপারস্টার’ হলেন বলিউডের সঞ্জয় দত্ত। বিগড়ানোর দিক দিয়ে কিন্ত ইন্ডাস্ট্রির স্টারকিডদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখতেন।এখন সেসব অতীত, ঘোরতর সংসারী সঞ্জয় দত্ত।একটা সময়ে কিন্তু মহিলা দিয়ে পরিবেষ্টিত থাকতেন সঞ্জয়, তবে এখন জীবনে একমাত্র নারী মান্যতা দত্ত।
‘সঞ্জু’সঞ্জয় দত্তের বায়োপিক এ দাবি করা হয়েছিল, অভিনেতার প্রেমিকার সংখ্যা নাকি ৩০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ‘রকি’ ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেন সঞ্জয় ১৯৮১ সালে।৪০ বছরের কেরিয়ারে ‘লেডিজ ম্যান’এর তকমা পেয়েছিলেন তিনি। প্রেম করতে করতে সংখ্যাটা ছাড়িয়েছিল সঠিক ভাবে বললে ৩০৮ টি । বিয়েও হয়েছিল তাঁর কয়েকজনের সঙ্গে।
কপিল শর্মা শো তে এসে সঞ্জয় বলেছিলেন,আলিয়া ভাটের সঙ্গে তাঁর জুটি মানাবে না কারণ তিনি তাঁর থেকে অনেকটাই ছোট। আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে বাধো বাধো ঠেকবে তাঁর। রিচা শর্মা এবং রিয়া পিল্লাই এর সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের মান্যতার আগে। দুটি বিয়েই কয়েক বছরেই ভেঙে যায় ।মান্যতাকে বিয়ে করেন তিনি ২০০৮ সালে।আর তারপরেই বদলে যায় সঞ্জয়ের জীবন।