থানার উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় আয়োজিত হল দুর্গাপুজোর সমন্বয়ে বৈঠক
নোয়াপাড়া থানার উদ্যোগে ও উত্তর ব্যারাকপুর পৌরসভার সহযোগিতায় নোয়াপাড়া আয়োজিত হল দুর্গাপুজোর সমন্বয়ে বৈঠক, উপস্থিত বিধায়ক
নোয়াপাড়া থানার উদ্যোগে ও উত্তর ব্যারাকপুর পৌরসভার সহযোগিতায় নোয়াপাড়া আয়োজিত হল দুর্গাপুজোর সমন্বয়ে বৈঠক, উপস্থিত বিধায়কদুর্গাপূজা উপলক্ষে নোয়াপাড়া থানার উদ্যোগে ও উত্তর ব্যারাকপুর পৌরসভার সহযোগিতায় ইছাপুর শহীদ বিকাশ বসু পেক্ষাগৃহে আয়োজিত হলো দুর্গাপুজোর সমন্বয় বৈঠক।
এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু, এসিপি জগদ্দল শান্তব্রত চন্দ, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থসারথি মজুমদার, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ, উপ পৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস,
উপ পৌর প্রধান অশোক সিং সহ অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকেরা।উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে সবরকম সাহায্য করবে পৌরসভা। সমস্ত পুজো কমিটিকে সমস্ত গাইডলাইন মেনেই পুজো করতে হবে।।