আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মুম্বাই বিমানবন্দরে সালমান খানকে আটকালেন সিআইএসএফ-এর অফিসার

Published on: August 20, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বড়পর্দার তারকা মানেই খ্যাতি ও জনপ্রিয়তার সঙ্গে যোগ হয় তাঁদের ঘিরে সাধারণ মানুষের বিহ্বলতা ও মুগ্ধতা। আর বলিউডের প্রথম সারির নায়করা তো এই ব্যাপারে অভ্যস্ত বহু বছর ধরেই। তবে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে সলমন খান যে পরিস্থিতির মুখোমুখি হলেন, তার সঙ্গে যে নায়ক-বন্দনা মিশে নেই সে কথা হলফ করে বলা যায়।সম্প্রতি, মুম্বই বিমানবন্দরে দেখা গেছিল সলমনকে। ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ের জন্য রাশিয়া উড়ে যাওয়ার ফ্লাইট ধরতেই নিজের টিমের সঙ্গে সেখানে হাজির হয়েছিলেন এই বলি-তারকা।

বিমানবন্দরের লাউঞ্জে ‘ভাইজান’-কে দেখামাত্রই তাঁকে ঘিরে ধরে উত্‍সাহী অনুরাগী এবং পাপারাত্‍জির দল। তাঁদের অনুরোধে ক্যামেরার মুখোমুখি মাস্ক ছাড়া দাঁড়ানোর পরে হাঁটা শুরু করেন এই বলিউড অভিনেতা। পিছন পিছন এগিয়ে যায় পাপারাত্‍জিরাও। রাগত ভঙ্গিতে ইশারায় সলমনের ‘না’ বলা সত্ত্বেও। কোনওরকমে সেসব কাটিয়ে বিমানবন্দরের সিকিউরিটি জোন পেরোতে যাবেন,

এমন সময় তাঁকে আটকে দেন দায়িত্বে থাকা এক নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর অফিসার। পেশাদার ভঙ্গিতে সলমনকে থামিয়ে তাঁকে ওই অফিসার নির্দেশ দেন বলি-তারকা যেন বিমানবন্দরের অন্দরে প্রবেশ করার আগে নিরাপত্তা সম্পর্কিত যা যা নির্দেশ রয়েছে তা পালন করেন। সামান্য হতচকিত হলেও টুঁ শব্দ না করে সেই নির্দেশ পালন করেন ‘টাইগার’।

শুধু সলমনকেই নয়, তাঁর পিছনে ধেয়ে আসা পাপারাত্‍জির দলকেও কষে ধমকে দেন ওই নিরাপত্তারক্ষী। বিমানবন্দরে নিঃস্তব্ধতা বজায় রাখার নির্দেশও দেন তিনি। গোটা ঘটনাটির ভিডিও নেটমাধ্যমে আপলোড হওয়ামাত্রই নিরাপত্তার দায়িত্বে থাকা ওই অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা। তারকা-মুগ্ধতা কাটিয়ে যেভাবে নিজের কর্তব্য অবিচলিত ছিলেন ওই নিরাপত্তারক্ষী, তাতেই আপাতত মুগ্ধ নেটপাড়া।

Join Telegram

Join Now