বাসি বিয়ের নিয়ম নিয়ে দুই পক্ষের বিবাদ,
ধুপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়ত এলাকায়।সোমবার ছিল তাদের বিয়ের দিন।
ধুপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়ত এলাকায়।সোমবার ছিল তাদের বিয়ের দিন। রীতিমতো বিয়ে সম্পন্ন হয়। দুপক্ষের খাওয়া-দাওয়া শেষে বাসি বিয়ে করতে গিয়ে বাঁধে-বিপত্তি। স্থানীয় সূত্রের খবর, বরোঘরিয়া এক যুবতীর সাথে মাথাভাঙ্গা ব্লকের ফুলবাড়ীর নবগঞ্জর এক পাত্রের সঙ্গে ৭ মাস আগে বিয়ে ঠিক হয়েছিল।
শেষ পর্যন্ত বরকে ছেড়ে যেতে হল খালি হাতে বিয়ের নিয়ম নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ দেখা দেয় এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । ঘটনাস্থলেই পাত্রীর মামা জখম হন। ঘটনার মধ্যেই সিনেমার হিরোর মত বর বধুকে কাঁধে করে পালিয়ে যেতে চেষ্টা করে। তারপর গ্রামের মানুষজনের তৎপরতায় আটকে দেওয়া হয় ওই বরকে। এরপর পাত্রী নিজেই বেকে বসে বিয়ে করতে।
মঙ্গলবার ঘটনা কথা জানাজানি হতেই ঘটনাস্থলে যায় ধুপগুড়ি থানার পুলিশ। এলাকার বাসিন্দারা পাত্র সমেত কয়েকজনকে আটক করে রাখছে। পরবর্তীতে শালিসি সভার আয়োজন করা হয় এবং বিষয়টি মিটিয়ে নেওয়া হয় বলে জানা যায়।