আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

আচমকা নক্ষত্র পতন

Published on: February 26, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

৭৩ বছর বয়স,ভক্তদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন গায়ক পঙ্কজ উধাস।১৯৫১ সালের ১৭ই মে গুজরাটের জেতপুরে জন্মগ্রহণ করেন।তার পরিবার  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।পদ্মশ্রী পঙ্কজ উধাস ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।২৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় মুম্বাইয়ে মারা যান পঙ্কজ উধাস।

কয়েক মাস আগে পঙ্কজ উধাসের ক্যান্সার ধরা পড়ে, তিনি কারও সঙ্গে দেখা করেননি কয়েক মাস।আগামীকাল মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।’চিঠি আয়ি হ্যায়’ গজল দিয়ে খ্যাতি পান পঙ্কজ উধাস।পঙ্কজ ‘অওর আহিস্তা কি জে বাতেঁ’, ‘ইয়ে দিল্লাগি’, ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’, ‘চালে তো কাট হি যায়েগা’ এবং ‘তেরে বিন’ সহ অনেক গজলে তার কণ্ঠ দিয়েছেন।পঙ্কজ উধাসের মৃত্যুতে সবাই শোকাহত।

Join Telegram

Join Now