আচমকা নক্ষত্র পতন

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন।

৭৩ বছর বয়স,ভক্তদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন গায়ক পঙ্কজ উধাস।১৯৫১ সালের ১৭ই মে গুজরাটের জেতপুরে জন্মগ্রহণ করেন।তার পরিবার  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।পদ্মশ্রী পঙ্কজ উধাস ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।২৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় মুম্বাইয়ে মারা যান পঙ্কজ উধাস।

কয়েক মাস আগে পঙ্কজ উধাসের ক্যান্সার ধরা পড়ে, তিনি কারও সঙ্গে দেখা করেননি কয়েক মাস।আগামীকাল মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।’চিঠি আয়ি হ্যায়’ গজল দিয়ে খ্যাতি পান পঙ্কজ উধাস।পঙ্কজ ‘অওর আহিস্তা কি জে বাতেঁ’, ‘ইয়ে দিল্লাগি’, ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’, ‘চালে তো কাট হি যায়েগা’ এবং ‘তেরে বিন’ সহ অনেক গজলে তার কণ্ঠ দিয়েছেন।পঙ্কজ উধাসের মৃত্যুতে সবাই শোকাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *