ব্যাটে যেন আগুন
গড় ৭৪.৭৫।ওয়ানডেতে তিনটে সেঞ্চুরি।

ব্যাটে যেন আগুন ঝরছে তিন ফরম্যাটেই।অপ্রতিরোধ্য ফর্ম ধরে রাখলেন শুভমান গিল।বর্ডার গাভাসকার ট্রফিতে সুযোগ পেয়েই নিজের দ্বিতীয় টেস্ট শতরান করে গেলেন আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০২৩-এই পাঁচ শতরান তাঁর নামের পাশে।
১৪ ম্যাচে ৮৯৭ রান। গড় ৭৪.৭৫।ওয়ানডেতে তিনটে সেঞ্চুরি।
২০২৩-এ টেস্ট এবং টি২০’তে একটি শতরান করে ফেললেন।