অনুমতি পেল না রানাঘাটের ১১২ ফুটের দুর্গা
সব দিক খতিয়ে দেখে তাঁরা আবেদনে সাড়া দিতে পারছেন না।
চলছিল টানাপোড়েন।শীর্ষ আদালতে জল গড়িয়েছিল । জেলাশাসক সিদ্ধান্ত নেবে বলেছিল হাইকোর্ট ।নদিয়ার জেলাশাসক শেষ পর্যন্ত রানাঘাটে ১১২ ফুট দুর্গার অনুমতি দিলেন না।স্পষ্ট এ কথা জানিয়ে দেন জেলাশাসক । বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাট এসডিও আবেদন বাতিল করে দিয়েছে।বিদ্যুৎ দফতরের তরফে বলা হচ্ছে ২০ থেকে ২৫ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা কার্যত অসম্ভব।
দমকল বলছে আগের বছরের পুজো ও জমির অনুমতি পত্র জমা না করার কারণেই পুজো কমিটির আবেদন বাতিল করা হচ্ছে।বিঘ্নিত হতে পারে নিরাপত্তা।উদ্বেগ প্রকাশ করেছে রানাঘাটেপ পুলিশও।১২ ফুট রাস্তার উপর মণ্ডপ পদপিষ্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।কেবললাইন এবং বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।বিসর্জনের সময়েও ওই বিশালাকার প্রতিমা নিয়ে যেতে সমস্যা হতে পারে।
অনিশ্চিত ১১২ ফুটের দুর্গার পূজা।নদিয়ার কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের মানুষের মধ্যে এখন শুধুই হতাশা!দীর্ঘদিন ধরে এই ১১২ ফুট উচ্চতার দুর্গার জন্য গ্রামের মানুষ উজাড় করে দিয়েছেন।পুজো বন্ধ হওয়ার নির্দেশ আসতেই ক্ষোভে ফেটে পড়ছেন এলকার মানুষ।প্রশাসনের অনুমতি না মেলায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্য।
এই পুজোকে কেন্দ্র করে একত্রিত হয়েছে পাশাপাশি প্রায় ২০টি গ্রাম। ভলান্টিয়ার হিসাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রায় ২৫টি ক্লাব।অর্থ যোগাড় করেছিল ৮ থেকে ৮০ সর্বস্তরের মানুষ নিজেরা পরিশ্রম করে ।