আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

Published on: August 1, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

আসানসোল পুরনিগমের ডেঙ্গুপ্রতিরোধের ভলেন্টিয়ার কর্মীরা এদিন বেতন বৃদ্ধির দাবিতে আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখায়। তাদের দাবি তারা ১৭৫ টাকা হাজরিতে কাজ করছেন। কিন্তু বর্তমানে দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির কারণে তারা ওই অর্থে সংসার চালাতে পারছেন না।

এদিন তারা মেয়র বিধান উপাধ‍্যায়ের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে আবেদনও করেন। যদিও মেয়র বিধান উপাধ‍্যায় এই বিষয়ে তাদের কোনো প্রতিশ্রুতি দিতে পারেন নি। তাই ভলেন্টিয়ার কর্মীরা সিদ্ধান্ত গ্রহণ করেন, আগামীকাল থেকে তারা ধর্মঘটে শামিল হবেন।

Join Telegram

Join Now