বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় প্রসেনজিৎ ওরাওঁ
আজকে ময়না তদন্তের পরে মৃতদহ বাড়িতে আসলে কান্নায় আত্মীয়- পরিজনরা ভেঙ্গে পড়েন।
রাত আনুমানিক ৮ টা নাগাদ ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। জানা গেছে, মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ ওরাওঁ। তার বাড়ি ক্রান্তি ব্লকের বারোঘরিয়া এলাকায়। সূত্র মারফত জানা গেছে, ক্রান্তি ব্লকের বারঘরিয়া থেকে দুর্ঘটনায় মৃত প্রসেনজিৎ ওরাওঁ ও তার বন্ধু তপন রায় পুঁটিমারী এক বিয়া বাড়িতে যাওয়ার সময় বোলবাড়িতে বিপরীত প্রান্ত আরেকটি বাইক দুইজন মৌলানি যাচ্ছিলেন এবং দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের হয় । সেই সময় বোলবাড়ি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ চারজনেই আহত হওয়ায় ময়নাগুড়ি গ্রামীণ নিয়ে আসা হয় ।
প্রসেনজিৎ ওরাওঁ গুরুতর জখম হওয়ায় তাকে পাঠানো হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রসেনজিৎ ওরাওঁ এর। আজকে ময়না তদন্তের পরে মৃতদহ বাড়িতে আসলে কান্নায় আত্মীয়- পরিজনরা ভেঙ্গে পড়েন। এদিকে প্রসেনজিৎ ওরাও এস, এফ, আই বারঘড়িয়া ইউনিট কমিটির সম্পাদক হওয়ায় জলপাইগুড়ি জেলার এস, এফ, আই কমিটির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মৃতের বাবা রাতিয়া ওরাওঁ শোকাহত হয়ে জানালেন,গতকালকে বন্ধু সাথে বিয়ে বাড়ীতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মারা যায়,আমি ভাবতে পারছিনা ছেলে প্রসেনজিৎ ওরাওঁ আর আমাদের মাঝে নেই। এই দিকে মৃত প্রসেনজিৎ ওরাওঁ সামাজিক কাজের সাথে যুক্ত থাকায় এলাকার লোকজন কাছে খুবই জনপ্রিয় ছিল।গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।