কাজ করার সময় আচমকা শ্রমিকদের মাথায় ভেঙে পড়ল ক্রেন

কাজ করার সময় আচমকা শ্রমিকদের মাথায় ভেঙে পড়ল ক্রেন সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের শাহপুরে

কাজ করার সময় আচমকা শ্রমিকদের মাথায় ভেঙে পড়ল ক্রেন সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের শাহপুরে । ক্রেনে চাপা পড়ে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে দুজন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ১ গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। একজন পশ্চিম ডাউকিমারী এলাকার গণেশ রায় (৪৩)এবং অপরজন উত্তর কাঠুলিয়া এলাকার প্রদীপ রায় (৩৪)। গণেশ রায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে মুম্বাই থেকে ফোনে জানানো হয় গতকাল রাতে কর্মস্থলে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গনেশ রায়ের।এই খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবার।

একটি নির্মাণ সংস্থার হয়ে কাজ করতে ছমাস আগেই ভিন রাজ্যের পাড়ি দিয়েছিলেন গনেশ। প্রতিদিনের মতো কাজ চলছিল। সেই সময় গতকাল গভীর রাতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাবশত আচমকাই একটি ক্রেন সেখানে কর্মরত একদল শ্রমিকের ওপর ভেঙে পড়ে।ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকল বাহিনী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজ  চলছে। এদিকে মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে গণেশ রায়ের বাড়িতে।

গণেশ রায়ের মা ও স্ত্রীসহ দুই মেয়ে(১২,১৩) ও এক ছেলে(১৫) রয়েছে। অন্যদিকে প্রদীপ রায়ের বাড়ির সদস্যদের মধ্যে এখনো তার মা স্ত্রী প্রদীপের মৃত্যুর খবর পাননি বলে জানা গেছে। তবে ঐ প্রদীপ রায়ের খুড়তুতো ভাই স্বপন রায় জানান সকালেই ফোন এসেছিল।রাতে দুর্ঘটনায় দাদার মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর ধরেই প্রদীপ রায় ভিন রাজ্যে কাজ করেন চার -পাঁচ মাস আগেই তিনি কাজে গিয়েছিলেন। প্রদীপ রায়ের ৯ এবং ১০ বছরের দুই ছেলে ও স্ত্রী এবং বৃদ্ধা মা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *