বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
মানসিকভাবে ভেঙে পড়ে স্বামী বিনয় সরকার।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা পরিবার। জানা যায় মৃত গৃহবধুর নাম অনিমা সরকার, বয়স ২৭ বছর। ওই গৃহবধূর শশুর বাড়ি নদীয়ার শান্তিপুর সুত্রাগড় চড়ে। পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে ওই গৃহবধূ ঘরের কাজ করছিল, পাশেই ছিল একটি টেবিল ফ্যান, সেই ফ্যানটি পড়ে গিয়ে তার পায়ের উপরে পড়ে। তখনই বিদ্যুৎ সংযোগ হয়ে ঘটনাস্থলে ছটফট করতে থাকে গৃহবধূ।
চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর ওই গৃহবধূকে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। যদিও সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই গৃহবধুর মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, এছাড়াও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি ময়নাতনদের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পরিবার সূত্রে এও জানা যায়, ওই গৃহবধুর দুটি ছোট ছোট সন্তান রয়েছে। স্বামী বিনয় সরকার কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে, পরিবারের পক্ষ থেকে তাকে খবর দিতেই মানসিকভাবে ভেঙে পড়ে স্বামী বিনয় সরকার।