বিশ্বভারতীর সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
২০২২ বর্ষের সমাবর্তন অনুষ্ঠান চলতি মাসের ২৮ তারিখ সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্বভারতীর পরিদর্শক তথা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

২০২২ বর্ষের সমাবর্তন অনুষ্ঠান চলতি মাসের ২৮ তারিখ সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্বভারতীর পরিদর্শক তথা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্বভারতীর প্রধান তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অধ্যাপিকা মহুয়া বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২০২২ বর্ষের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ২৮ শে মার্চ। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল।
তবে বিশ্বভারতীর প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম পুরস্কার কোন ব্যক্তিকে দেওয়া হচ্ছে না। অবন গগণ ও রথীন্দ্র পুরস্কারও দেওয়া হবে না এই সমাবর্তন অনুষ্ঠানের। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে আবার নতুন করে বিতর্কর দানা বেঁধেছে।
বিশ্বভারতীর প্রথা অনুযায়ী, দেশিকোত্তম পুরস্কার দেওয়া হয় সমাজের খ্যাত মানুষদের। অবন গগন পুরস্কার দেওয়া হয় শিল্প সাহিত্যের ক্ষেত্রে। রথীন্দ্র পুরস্কার দেওয়া হয় সমাজকল্যাণের উপর। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ কেন প্রথা ভাঙছে বিশ্বভারতী সমাবর্তন অনুষ্ঠানে ? এটা এখন সবচেয়ে বড় প্রশ্নের। খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক।