আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

চাইল্ড লাইনের পক্ষ থেকে ওপেন হাউস প্রোগ্রাম করা হলো

Published on: November 28, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

ইলামবাজার ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিলচর শৈলজাকান্ত উচ্চ বিদ্যালয় বীরভূম চাইল্ড লাইনের পক্ষ থেকে ওপেন হাউস প্রোগ্রাম করা হলো আজ। এই ওপেন হাউস প্রোগ্রাম ৫০০ জন ছাত্র ও ছাত্রী এবং ১৬ জন শিক্ষক এছাড়াও বীরভূম চাইল্ড লাইনের পক্ষ হইতে উপস্থিত ছিলেন শেখ ফজলুর রহমান ও ধিমান  ভট্টাচার্য।

 

 

এই ওপেন হাউস প্রোগ্রামে ছাত্র ও ছাত্রীদের মুখ থেকে সরাসরি চাইল্ড লাইনের কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগ শুনেন এবং তার সৎ পরামর্শ দেন। এছাড়াও শিক্ষক ও ছাত্র-ছাত্রী সম্পর্ক সঙ্গে চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ ইত্যাদি সম্পর্কে বিশেষ আলোচনা হয়। এই ওপেন হাউস প্রোগ্রামের ফলে শিশু নিরাপত্তা বাল্যবিবাহ নারী পাচার ইত্যাদি সম্পর্কে সচেতন করা হয় ছাত্রছাত্রীদের।

 

 

বলা বাহুল্য  ওই একই দিনে  ইলামবাজারের বারুইপুর  গ্রামের এস এস কে বিদ্যালয়ে ওপেন হাউস প্রোগ্রাম হয়। শিক্ষিকা সাবিত্রী সরকার  ফের  চাইল্ড লাইনকে অভিযোগ করেন একজন শিক্ষিকার পক্ষে 81 জন ছাত্র-ছাত্রী পড়ানো খুবই অসুবিধা। নেই কোনো নিয়োগ। তাই কষ্ট করেই তাকে পড়াতে হয় ৮১ জন ছাত্রছাত্রীকেই।

Join Telegram

Join Now