আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ইন্ডিয়ান আইডল এর পবনদ্বীপের বাংলা সিনেমায় গান , মুগ্ধ নেটিজেনরা

Published on: August 21, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পবনদ্বীপ রাজন। ইন্ডিয়ান আইডলের দৌলতে এখন তিনি ঘরে ঘরে পরিচিত নাম। খ্যাতির শিখর ছুঁয়ে না ফেললেও, খ্যাতির স্বাদ তিনি পেয়েছেন। ইনস্টাগ্রাম ভেরিফায়েড, তাতে অগণিত ভক্তর শুভেচ্ছা বার্তা। এ বারের ইন্ডিয়ান আইডলের বিজয়ী তিনি। কিন্তু জানেন কি, এই পবনদ্বীপ বেশ কয়েক বছর আগে গান গেয়েছেন দেবের এক ছবিতে?জিত্‍ গঙ্গোপাধ্যায়ের সুরে, রাজা চন্দর পরিচালনায় কিডন্যাপ ছবিতে দেবের লিপে ‘ওই ডাকছে আকাশ’ গানটি গাওয়া তাঁরই। পবনদ্বীপ ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়ার পরেই ওই গানের ইউটিউব লিঙ্কে ভিউজ বাড়তে শুরু করেছিল। তিনি বিজেতা হওয়ার পর সেই গান এখন ট্রেন্ডিং। তাতে তাঁর গায়কীর প্রশংসা যেমন করেছেন ভক্তরা, ঠিক তেমনি তাঁর বাংলা উচ্চারণও মুগ্ধ করেছেন নেটিজেনদের। সবাই একবাক্যে বলছেন, “এত ভাল বাংলা ও শিখলে কী করে…”।

১৫ অগস্ট বেলা ১২টা থেকে রাত বারোটা অবধি অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে। ১২ ঘণ্টা ধরে চলে ওই রিয়ালিটি শো। শো’টির পরিচালক নীরজ শর্মা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে বলেছিলেন, যদি প্যান্ডেমিক না হতো তবে ইন্ডিয়ান আইডলের এই ফাইনালের আয়োজন হতো কোনও স্টেডিয়ামে। তিনি নিশ্চিত একটি টিকিটও পড়ে থাকত না। করোনাকালে তা সম্ভব হয়নি ঠিকই, কিন্তু শো’র ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখে, দর্শকদের মনোরঞ্জনে ১২ ঘণ্টা ধরে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। বেলা বাড়তেই শো’য়ে তখন চাঁদের হাট। গ্রেট খালি থেকে কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা হাজির ছিলেন সকলেই। বিজয়ী কে হবেন তা বোঝা যাচ্ছিল না। টপ সিক্সে যে কয়জন পৌঁছেছিলেন প্রত্যেকেই ছিলেন সেরা। যদিও অরুণিতা ও পবনদ্বীপের উপরেই পাল্লা ভারি ছিল প্রথম থেকেই . শেষ হাসি হেসেছিলেন পবনদ্বীপ।এর আগেও অন্যন্যা রিয়ালিটি শো’য়ে অংশ নিয়েছিলেন পবনদ্বীপ। কিন্তু এই শো যেন তাঁকে নতুন দিগন্ত খুলে দিয়েছে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন ব্লু টিক। সেখানে অনুরাগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিনিয়ত। ইতিমধ্যেই বলিউডেও প্লেব্যাকের অফারও পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে দিন কয়েক আগে তিনি বলেছিলেন, “এই শো যে পরিমাণ পরিচিত এনে দেয় তার তুলনা চলে না। এত ধরনের গান গাইতে পেরেছি। সেরা বিচারকদের থেকে শিখতে পেরেছি। আমার আবারও রিয়ালিটি শো’য়ে আশার উদ্দেশ্য জেতা ছিল না, ছিল শেখা। আমি খুশি যে এত দিন এখানে কাটানোর পর আমরা প্রত্যেকে এখন প্লে ব্যাকের জন্য তৈরি। “

তাঁর ইচ্ছে সলমনের খানে লিপে গান গাইবেন। সলমন তাঁর প্রিয় অভিনেতা। সেই সুযোগ এখনও না মিললেও, তিনি আশাবাদী। দেবের লিপে গান গেয়ে ফেলেছেন। মুম্বইয়ের ফ্ল্যাট কেনারও তোড়জোড় চলছে। পাহাড়ি গান সারা ভারতে পৌঁছে দিতে চেয়েছিলেন পাহাড়ি ছেলেটি। তা তিনি করেছেন। পেয়েছেন দর্শকের ভালবাসা। পেয়েছেন পরিচিতিও। ভাইজানের লিপে গান গাওয়া কি এখন শুধুই সময়ের অপেক্ষা?

Join Telegram

Join Now