আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ছট পূজা উপলক্ষে বর্ধমানে হিন্দীভাষী মানুষদের ভিড় চোখে পড়ার মতো

Published on: November 10, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

ছট পুজো উপলক্ষে বুধবার বিকেলে বর্ধমানের সদরঘাটে হিন্দীভাষী মানুষদের ভিড় চোখে পড়ার মতো ছিলো।জেলার বিভিন্ন জায়গা থেকে এদিন হীন্দী ভাষী মানুষরা এসে উপস্থিত হন এই ঘাটে।প্রত‍্যেক বছরের ন‍্যায় এবছরেও সদরঘাট ছটপুজো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঘাটে ক‍্যাম্প করা হয়েছে।এইদিনে এই ক‍্যাম্প থেকে প্রশাসনিক আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হয়।

পাশাপাশি ঘাটে যাতে কনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন‍্য জেলা পুলিশের তরফ থেকে ঘাটে কড়া নিরপত্তা ব‍্যাবস্থা রাখা হয়েছে।ঘাটে ড্রোন ক‍্যামেরা উড়িড়ে উপর থেকেও নজরদারি চালানো হয় এদিন।এছারাও ঘাটে গিয়ে এদিন পরিদর্শন করেন পুলিশ সুপার কামনাশীষ সেন,অতিরিক্ত পুলিশ সুপার কল‍্যান সিনহা রায় ,ডিএসপি সহ বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী।

ছিলেন জেলার প্রাক্তন যুব সভাপতি তথা সমাজসেবি রাসবিহারী হালদার ,প্রশাসক মন্ডলী প্রনব চট্টোপাধ্যায়, সহ পৌর প্রশাসক আইনূল হক ,আলপনা হালদার সহ প্রমূখ। এদিন রাস্তায় যানযোট মুক্ত রাখার জন‍্য রাস্তায় অসখ‍্য সিভিক ভলেন্টিয়ারের ব‍্যাবস্থা করা হয়েছে।পাশাপাশি ঘাটে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে সেখান থেকেও নজর রাখার জন‍্য।প্রদীপ প্রজ্জ্বলনের মধ‍্যে দিয়ে ছট পুজোর শুভ সূচনা করেন পুলিশ সুপার কামনাশীষ সেন ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment