আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ

Published on: May 18, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জল ধরো জল ভরো প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে তুলে ধরা হয়েছে কোন জায়গা পুকুর বোঝানো যাবেনা, কোন জায়গা পুকুর যদি নষ্ট হয়ে যায় সেটাকে সংস্কার করার উদ্যোগ নিতে হবে প্রশাসনকে তাতে ব্যক্তিগত সম্প্রতি হোক কিংবা ভেস্টেড জায়গার, প্রশাসনের কাছে আবেদন করলেই প্রশাসন বিষয়টি দেখবেন সেই জায়গা থেকে বর্ধমান পৌরসভার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর ভাঙ্গা মসজিদ এলাকায় একাংশ পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের কাজ চলছে

যদিও এলাকাবাসীরা জানাচ্ছে এটা তৃণমূলের পার্টি অফিস এবং স্থানীয় কাউন্সিলর সুশান্ত পরামানিক জানান এটি তৃণমূলের পার্টি অফিস নয় এটি একটি বাড়ি তৈরি হচ্ছে সেটা ভেবে জায়গা এখানে কোন পুকুর বোঝানো হয়নি যদিও এই বিষয়ে পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার জানান যদি এই ব্যাপারে কেউ অভিযোগ জানায় তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেয়া হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন সেই মতোই তারা নির্দেশ পালন করবেন বলে জানিয়েছেন পৌরসভার পৌর প্রতি পরেশ চন্দ্র সরকার,এই নিয়ে জল্পনা রয়েছে 29 নম্বর ওয়ার্ড ভাঙ্গা মসজিদ মিঠাপুকুরে এলাকায়

 

এলাকার মানুষজন জানাচ্ছেন তৃণমূল পার্টি অফিস হচ্ছে এবং এলাকার কাউন্সিলর সুশান্ত পরামানিক জানান এটি একটি বাড়ি হচ্ছে কোন তৃণমূলের পার্টি অফিস নয় দেখার বিষয় আগামীর দিন কি হতে চলেছে, তৃণমূলের পার্টি অফিস ই হোক কিংবা যে কোন বাড়ি হোক বর্ধমানের ঐতিহ্যবাহী পুকুর, মিঠাপুকুর এইভাবে মোছানো কতটা উচিত তা নিয়ে জল্পনা শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডের, অবৈধ নির্মাণ করা কতটা বৈদ্য তা এখনও পরিষ্কার হয়নি ,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো জল ধরো জল ভরো প্রকল্প কতটা বাস্তবতা তা নিয়ে দ্বন্দ্বে সাধারণ মানুষ

Join Telegram

Join Now