জেলাশাসক অফিস অভিযান
জাতীয় শিক্ষানীতি বাতিল, স্কুল-কলেজে 100% টিকা করন, এবং লকডাউন এর সময় ছাত্র-ছাত্রী পরিবার রোজগার বিহীন থাকায় সেই সব ছাত্রছাত্রীর ফি মকুব সহ পাঁচ দফা দাবি নিয়ে গত 22 নভেম্বর বর্ধমানের জেলাশাসক অফিস অভিযানের কর্মসূচি গ্রহণ করে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি। সমগ্র জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দেড়শ ছাত্র-ছাত্রী সে দিনের মিছিলে পা মেলায়।
শহরের কার্জন গেট এ উপলক্ষে এক সভাও আয়োজন করে সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটি। সেদিন জেলাশাসকের দেখা না পেলেও আজ জেলা শিক্ষা অধিকর্তার কাছে নিজেদের দাবিপত্র পেশ করে তারা। এ প্রসঙ্গে সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ছাত্র-ছাত্রীদের স্বার্থ নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই।
বহু ছাত্র-ছাত্রী এই লকডাউনে ড্রপআউট,বহু ছাত্রছাত্রীর পরিবারের কাজ নেই তাদের কথা ভেবে ও তাদের পাশে দাঁড়াতেই আজ জেলা শিক্ষা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আশা করি আমাদের দাবিগুলি সরকার বিবেচনায় আনবেন। যদি আমাদের দাবিগুলো ভবিষ্যতে মানা না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন এসএফআই গড়ে তুলবে বলে জানান অনির্বান বাবু।