বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সরিষার তেল দিলে উপকার পাওয়া যায় অস্বাস্থ্যকর প্রাণীকে

Published on: July 27, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পশুপালন থেকেও মানুষ ভালো মুনাফা অর্জন করছে।দুগ্ধজাত পশুর সঠিক পরিচর্যা করতে না পারায়  পশু অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দুধ উৎপাদনের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।গরু-মহিষের দুধ থেকে তৈরি দই-পনির, ঘি প্রভৃতি পণ্য বাজারে ভালো দামে বিক্রি হয়।এটি তখনই ঘটবে যখন প্রাণীটি সুস্থ থাকবে।সঠিক খাদ্যের প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে,সরিষার তেল দিলে উপকার পাওয়া যায় অস্বাস্থ্যকর প্রাণীকে। গরু-মহিষের বাচ্চা হলে সরিষার তেল দেওয়া যেতে পারে। যদি পশুরা জলশূন্যতার শিকার হয়ে থাকে এবং তাদের মধ্যে শক্তি অবশিষ্ট না থাকে তবে তাদের সরিষার তেল খাওয়া উচিত। এ ছাড়া পশুদের ঠাণ্ডা থেকে বাঁচাতে সরিষার তেলও পান করা যেতে পারে।

প্রতিদিন সরিষার তেল দিলে উপকার হয় না।পশুরা অসুস্থ হলে বা শক্তির মাত্রা কমে গেলেই তাদের সরিষার তেল দিন। এছাড়াও, পশুদের একবারে 100-200 মিলি তেলের বেশি খাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।

 

Join Telegram

Join Now