বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে?

Published on: August 30, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

ক্ষ্মীর ভান্ডারকি বন্ধ করে দেওয়া হবে?চমকে দেওয়ার মতই খবর মিলেছে। বাংলায় বেশ জনপ্রিয় একটি প্রকল্প। ১০০০ এবং ৫০০ টাকা অনুদান চালু করে সরকার ২০২২ সালের সেপ্টেম্বরে।বর্তমানে তফসিলি জাতি-জনজাতি ও অন্যান্য অনগ্রসর জন জাতিভুক্ত মহিলাদের ১২০০ এবং ‘জেনারেল কাস্ট’ পরিবারের মহিলার প্রাপ্য ১০০০ টাকা।

শর্ত- প্রাপক মহিলার অন্য কোনও উপার্জন  থাকা চলবে না।সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার।মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের প্রত্যেক মা-বোন লক্ষীর ভান্ডারের টাকা পাবেন।লক্ষীর ভান্ডারের টাকা  ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায়  বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ কোষাগারের করুণ অবস্থা রাজ্যের। তাই সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে পারছে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষীর ভান্ডারে টাকা দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।সরকার জানাচ্ছে socialsecurity.wb.gov.in -এই ওয়েবসাইটে Track Applicant Status অপশনে ক্লিক করে রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর দিয়েও স্ট্যাটাস চেক করতে পারেন।ব্যাংকে নয়, অনলাইনে  ঘরে বসেই আপনারা চেক করে নিতে পারবেন সেই বিষয়ে।

Join Telegram

Join Now