আইপিএল এর প্রথম ফাইনালিস্ট RCB

IPL 2025-এর প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ফাইনালে উঠেছে! এটি RCB-এর চতুর্থ IPL ফাইনাল। এর আগে তারা ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে উঠেছিল, কিন্তু প্রতিবারই শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল।
এইবারের ফাইনালে ওঠাটা RCB-এর জন্য এক অবিশ্বাস্য যাত্রার ফল। বিশেষ করে, গত IPL 2024 সিজনে তারা প্লে-অফ থেকে বিদায় নিয়েছিল। কিন্তু এই বছর, তারা দারুণ খেলেছে এবং লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১-এ RCB-এর বোলাররা দারুণ পারফর্ম করেছে, পাঞ্জাবকে মাত্র ১০১ রানে অলআউট করে দিয়েছে। এরপর ব্যাটিংয়ে ফিল সল্ট এর 56 রানের ইনিংসে ভর করে RCB ৮ উইকেটে জয় তুলে নেয় এবং ফাইনালে নিজেদের জায়গা করে নেয়।
এই জয়ে RCB-এর ভক্তরা খুবই উচ্ছ্বসিত, কারণ তারা আশা করছে এবার হয়তো তাদের প্রিয় দল বহু প্রতীক্ষিত IPL ট্রফি জিততে পারবে।আজকের খেলায় বিরাট কোহলি কে অনেক বেশি আত্মবিশ্বাসী লেগেছে।18 তম আইপিএল কি 18 নম্বর জার্সির গায়ে উঠবে এখন সেটাই দেখার।