আন্তর্জাতিক শান্তিনিকেতন কবিতা উৎসব পালিত হলো
শৈলী -শপথ আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সংস্থা উদ্যোগে আন্তর্জাতিক শান্তিনিকেতন কবিতা উৎসব পালিত হলো বোলপুর পৌরসভা উৎসর্গ মঞ্চে।
শৈলী -শপথ আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সংস্থা উদ্যোগে আন্তর্জাতিক শান্তিনিকেতন কবিতা উৎসব পালিত হলো বোলপুর পৌরসভা উৎসর্গ মঞ্চে। এই মঞ্চে চতুর্থ বর্ষ শৈলী শপথ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ ও বর্ষিয়ান কবি কমল দে শিকদারের ৮৪তম শুভ জন্মদিন পালন করা হলো।
এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শ্রদ্ধেয় কবি কমল দে সিকদার, সভাপতি শ্রদ্ধেয় সাহিত্যক তাপস সাহা এবং প্রধান অতিথি ছিলেন শ্রদ্ধেয় সুপ্রিয় ঠাকুর মহাশয়(প্রাক্তন অধ্যক্ষ বিশ্বভারতী পাঠভবন, কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র) শ্রদ্ধেয় কবি সৈয়দ হাসমত জালাল
সম্মানীয় অতিথি বাংলাদেশ থেকে আগত শ্রদ্ধেয় কবি হুমায়ুন কবীর, শ্রদ্ধেয় কবি শহীদ আজাদ অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, শ্রদ্ধেয় বাচিক শিল্পী হূমায়রা জয়িতা বাংলাদেশ দুরন্ত টিভি সাথে জড়িত ও শ্রদ্ধেয় সাহিত্যিক সৈয়দ গোলাম মাওলা এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।