আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পালন করা হল হিন্দি দিবস

Published on: September 12, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

ব্যারাকপুর সংগঠনিক জেলার হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তার উদ্যোগে আজ ভাটপাড়ার প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে পালন করা হল হিন্দি দিবস।১৪ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা হয়। কিন্তু তার আগেই ভাটপাড়া বিধানসভায় হিন্দিভাষী এলাকায় এই অনুষ্ঠানের শুভ  সূচনা করা হলো।

উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, দমদম-ব্যারাকপুর জেলার তৃণমূল সভাপতি তাপস রায়, ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন কাউন্সিলর মুকসুদ আলম। হিন্দি শিক্ষক-শিক্ষিকাদের এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে সাংসদ অর্জুন সিং বলেন, মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তাই আজ হিন্দিবাসী শিক্ষক- শিক্ষিকাদের সম্মানিত করা হলো।দলীয় স্তরে হিন্দি সংগঠন মজবুত করতে আমাদের আরো সক্রিয় হতে হবে।

Join Telegram

Join Now