আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বোনকে গুলি করে খুন করল দাদা

Published on: May 7, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মডেলিং করতে ভালোবাসতো বোন। কিন্তু বিষয়টি কোনোভাবেই মেনে নিতে রাজি ছিলেন না দাদা। এই নিয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটি হতেই বোনকে গুলি করে খুন করল দাদা। পাকিস্তানের লাহোরের কাছে রেনালা খুর্দ ওকারা নামে একটি গ্রামে এমনই এক অনার কিলিং এর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজের দাদার হাতে খুন হওয়া বোনের নাম সিদরা। অভিযুক্ত দাদার নাম হামজা। জানা গিয়েছে যে, স্থানীয় একটি পোশাক ব্র্যান্ডের মডেলিংয়ের পাশাপাশি থিয়েটারে নাচ করে বেড়াতেন বোন সিদরা। বিষয়টির বিরোধিতা করতেন তার দাদা। একাধিকবার তাকে এই সমস্ত কাজ থেকে সরে আসার অনুরোধ জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও মডেলিং আর নাচের নেশা ছেড়ে দিতে পারেনি বোন সিদরা। সম্প্রতি এক ব্যক্তি তার নাচের ভিডিও তার দাদাকে পাঠায়। সেটা দেখেই প্রচণ্ড ক্ষুব্ধ হন ওই তরুনীর দাদা।

জানা গিয়েছে যে, ইদ উপলক্ষ্যে বেশ কিছু দিন আগেই বাড়ি ফিরেছিলেন সিদরা। তখনই মডেলিং এবং নাচ বন্ধ করা নিয়ে দাদা এবং বোনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। তারই মধ্যে হঠাৎই পিস্তল বের করে বোনকে গুলি করেন হামজা। এই ঘটনায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বোন সিদরাকে। এর পরে পুলিশ ওই তরুণীর দাদা হামজাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের এমন অনার কিলিং এর ঘটনা এই প্রথম নয়। পূর্বে একাধিকবার পাকিস্তানে অনার কিলিং এর মতো ঘটনা ঘটেছে। ২০১৬ সালে পাকিস্তানের বিখ্যাত মডেল এবং সোশ্যাল মিডিয়ার তারকা কান্দিল বালোচ অনার কিলিংয়ের শিকার হয়েছিলেন। সেই ঘটনায় তার দাদাকে গ্রেফতার করা হয়েছিল। তার পরে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এছাড়া পরিবারের অসম্মতিতে বিয়ে করায় পঞ্জাব প্রদেশে একই পরিবারের ৭ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল বলে জানা গেছে।

Join Telegram

Join Now