বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমান শহরে জিটি রোডের উপর চলছে জুয়া গাজা এবং মদের আড্ডা

Published on: October 18, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান শহরে জিটি রোডের উপর চলছে জুয়া গাজা এবং মদের আড্ডা, এবং রাস্তা দখল, বর্ধমান শহরকে সুন্দর জয়ান করতে রাস্তায় চওড়া করা হয় এবং বেশ কিছু জায়গায় ফুলের গাছ লাগানো হয় রাস্তার মধ্যে খানে ডিভাইডার এর উপরে, এবং ফুটপাতের জন্য যে টাইস বসানো হয়েছে তার ওপরে চলছে জোর কদমে দখলদারি ,এইভাবে যদি হতেই থাকে আগামীর দিন ভয়ংকর পরিস্থিতি হতে পারে এবং প্রশাসনের উপর আবারো চাপ পড়তে পারে সেই সমস্ত দখলদারীদের ওঠানোর

তাই এখন থেকে নজর দেয়া দরকার বলে দাবি রাখছেন বেশ কিছু সাধারণ মানুষ, কোথাও নামিয়ে দেয়া হয়েছে টিনের চালাক, কোথাও নানান রকম দোকান কাঠের খাট আলমারি সহ অন্যান্য হোটেল, মাংসের দোকান সামগ্রী,প্রশাসন কিছুদিন আগেই বি সি রোডে যানজট মুক্ত করতে রাস্তায় নেমেছিল। কিন্তু এখন জোর কদমে দখলদারি চলছে বর্ধমান শহরের জি টি রোড এর ওপর,

এইভাবে যদি লাগাম ছাড়া থাকে তাহলে হয়তো আগামী দিন প্রশাসনের তুলতে অনেকটাই সমস্যায় সম্মুখীন হতে হবে, তখনই রাজনৈতিক নানান রকম সমালোচনা শুরু হবে, সামনে আসবে নানারকম স্বেচ্ছাসেবী সংগঠন মানবিকের কথা বলতে তার আগেই যদি প্রশাসন ব্যবস্থা নিয়ে নেয় তাহলে হয়তো এইসব দেখতে হবে না আগামী দিনবলতে না চাইলেও তারা বলেন , এমনকি চাচের বেড়া করেও খোলা রাস্তার ওপর চলছে মদ মাংস সেই ছবিও ধরা পড়লো আমাদের ক্যামেরায়

Join Telegram

Join Now